রহমান রহীম আল্লাহ্ তায়ালার নামে-

ফিরে যাবার সময় রাসুল
রাসুল
‘ যাহির আমাদের মরুপ্রান্তর, আর আমরা তার শহর।’
যাহির বিন হারাম (রাঃ) দেখতে তেমন সুশ্রী ছিলেন না।
একদিন তিনি মরু এলাকা থেকে রাসুল
এর কাছে
এলেন। কিন্তু তিনি রাসুল
কে বাড়িতে
পেলেন না। তার সাথে কিছু পণ্যদ্রব্য ছিল। বিক্রয় এর জন্য সেগুলো নিয়ে তিনি বাজারে
চলে গেলেন।
এদিকে রাসুল
বাড়ি ফিরে
যাহিরের কথা জানতে পেরে তার খোঁজে নিজেই বের হয়ে গেলেন। বাজারে গিয়ে দেখলেন,
যাহির(রাঃ) একমনে তার পণ্যদ্রব্য বিক্রয় করছে। তার শরীর থেকে ঘাম ঝরছে। সে ঘামে
শরীরের কাপড়-চোপড় ভিজে জবজব করছে। তার কাপড় থেকে ঘামের গন্ধ ভেসে আসছে। রাসুল
তাকে
দেখেছিলেন। যাহির(রাঃ) কিন্তু রাসুল
কে দেখতে
পেলেন না।
যাহির (রাঃ) চমকে ওঠলেন। তিনি বুঝতে পারলেন না, কে তাকে এভাবে ধরেছে। যাহির (রাঃ) ঘাবড়ে গিয়ে বললেন, ‘ আমাকে ছেড়ে দিন বলছি। কে আপনি। ’
যাহির নিজেকে ছাড়াতে প্রাণপণ চেষ্টা করতে লাগলেন।
হঠাৎ তিনি পিছনের দিকে ফিরে তাকালেন। রাসুল
কে একপলক
দেখেই তার হৃদয়রাজ্য প্রশান্তির ঢেউ খেলে গেল।
হঠাৎ তিনি পিছনের দিকে ফিরে তাকালেন। রাসুল
এরপর তিনি নিজের পিঠকে রাসুল
এর পবিত্র
বুকের সঙ্গে মিলিয়ে রাখলেন। রাসুল
যাহিরের
সঙ্গে আরেকটু রসিকতা করতে চাইলেন। তিনি জোরে জোরে বলতে লাগলেন, ‘ এ গোলামটি
কে কিনবে ? কে কিনবে এ গোলামটিকে? ’ রাসুল
এর কথা শুনে
যাহির রাঃ নিজেকে নিয়ে একটু ভাবলেন। চোখ বন্ধ করে যাহির দেখতে পেলেন সে একজন গরিব
ও গ্রাম্য বেদুইন। ধন দৌলত বলতে কিছু নেই। চেহারায় নেই কোন শ্রী। তাই নিজেকে খুব
মূল্যহীন মনে হলো তার।
এরপর যাহির (রাঃ) বলে ওঠলেন, ‘ হে আল্লাহর রাসুল ! এ গোলামটাকে তো অনেক সস্তায় বিক্রি করতে হবে।’
“ কিন্তু আল্লাহর কাছে তো তুমি সস্তা নও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
তুমি অনেক মূল্যবান।”
( ইবনে হিব্বান)
এমন আন্তরিকতাপূর্ণ আচরণ পেলে কারো মন রাসুল
এর জন্য যদি
পাগল হয়ে যায় তাহলে এতে আশ্চর্যের কি আছে ?
Reference: Enjoy Your Life by Shaikh Dr. Muhammad ibn Abdur Rahman Al-’Arifi. Page- 44
English version
(সম্পাদিত)
Reference: Enjoy Your Life by Shaikh Dr. Muhammad ibn Abdur Rahman Al-’Arifi. Page- 44
English version
(সম্পাদিত)
No comments:
Post a Comment